শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় অবৈধভাবে এলপি গ্যাস মজুদ রাখায় ধূরুং বাজারের শ‌হিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্প‌তিবার (১৬ মে) বিকালে ধুরুং বাজা‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হো‌সেন চৌধুরী নেতৃত্বে এই অভিযান পরিচালিত করা হয়।

ইউএনও জানান, ধুরুং বাজারের আল্লাহর দান নামক এল‌পি গ্যাস সি‌লিন্ডার দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় লাইসেন্সের শর্তানুযায়ী ওই ডিলার সর্বোচ্চ ২০টি সিলিন্ডার মজুদ করতে পারেন। কিন্তু ওই প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলাম তার গোডাউনে ৩ শতাধিক এলপি গ্যাসের সিলিন্ডার মজুদ রেখেছেন। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত এই প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

এলপি গ্যাস সিলিন্ডারের অবৈধ ব্যবহার রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।