মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
# পুরুষ ভোটার ৯৯১২৫ জন
# মহিলা ভোটার ৮৭৮২৬ জন
# সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে ভোট বেড়েছে ২২০০
রামু উপজেলা পরিষদের নির্বাচনে ৬৪টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯৫১ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৯৯ হাজার ১২৫ জন। মহিলা ভোটার ৮৭ হাজার ৮২৬ জন। ৬৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৩৪৮ টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রামু উপজেলায় ভোটার ছিলো ১ লক্ষ ৮৪ হাজার ৭৫১ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তুলনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার বেড়েছে ২ হাজার ২০০ জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে রামু উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ৩৯১'৭১ বর্গ কিলোমিটারের রামু উপজেলায় ১১টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। ইউনিয়ন সমুহ হচ্ছে, কচ্ছপিয়া, গর্জনিয়া, খতেখাঁরকুল, কাউয়ারখোপ, চাকমারকুল, ঈদগড়, জোয়ারিয়ানালা, রশিদনগর, দক্ষিণ মিটাছড়ি, খুনিয়াপালং ও রাজারকুল ইউনিয়ন। কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।
রামু উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-সিরাজুল ইসলাম ভূট্টো (মোটর সাইকেল), সোহেল সরওয়ার কাজল (আনারস), মোহাম্মদ ইউসুফ ইকবাল (মুকুট)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-সালাহ উদ্দিন (তালা), মো. আবদুল্লাহ সিকদার (চশমা), মোস্তাক আহমদ (টিউবওয়েল), কায়সার কামাল চৌধুরী শিমুল (মাইক) ও মোহাম্মদ নেজাম উদ্দিন (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-আফসানা জেসমিন পপি (কলস) ও মুসরাত জাহান মুন্নি (প্রজাপতি)।
রামু উপজেলা পরিষদের নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী রিটার্নিং অফিসার এবং রামু উপজেলা নির্বাচন অফিসার এস.এম মহীউদ্দীন সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।