বলরাম দাশ অনুপম :
শেষ মুর্হুত্বে প্রচারনা জমে উঠেছে নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনের শেষ মুহুর্তে এসে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে এই উপজেলা নির্বাচন। ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ৫ জন চেয়ারম্যান, ৩ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আবু তালেব (টেলিফোন), কুতুব উদ্দিন চৌধুরী (দোয়াতকলম), নুরুল কবির (ঘোড়া), সেলিম আকবর (আনারস) এবং শামসুল আলম (মটর সাইকেল)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আহমদ করিম (প্রতীক-চশমা), বোরহান উদ্দিন মাহমুদ (প্রতীক-তালা) এবং আরিফ মিয়া (প্রতীক-টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-হামিদা তাহের (প্রতীক-হাঁস), রেহেনা আক্তার (প্রতীক-ফুটবল), কাওসার জাহান (প্রতীক-কলস), মেহেনুর আক্তার পাখি (প্রতীক-প্রজাপতি) এবং শাহেনা আক্তার লাকী (প্রতীক-পদ্মফুল)। চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী থাকলেও মূলত ত্রিমুখি লড়াই হবে বলে জানান স্থানীয়রা ভোটাররা।
যাদের মধ্যে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তারা হলেন-আবু তালেব (টেলিফোন), সেলিম আকবর (আনারস) এবং শামসুল আলম (মটর সাইকেল)। বৃহস্পতিবার সকালে ঈদগাঁও বেশ কয়েকটি ইউনিয়নে সরেজমিনে গিয়ে ভোটারদের এমন আভাস মিলেছে। ভোটাররা জানান- ঈদগাঁও উপজেলায় প্রথম যেহেতু নির্বাচন হচ্ছে সেহেতু তারা সৎ যোগ্য এবং যিনি উন্নয়ন করতে পারবেন এমন প্রার্থীকেই ওনারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন।
নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের ৪৪ টি ভোট কেন্দ্রে মোট ৮৮ হাজার ৭৬০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৪৮ হাজার ২৪৮ জন। মহিলা ভোটার ৪০ হাজার ৫১২ জন। ৩৬ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ২৬৮ টি।
ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ রিটার্নিং অফিসার এবং ঈদগাঁও এর ইউএনও সুবল চাকমা সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য-ঈদগাঁও, ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ ও জালালাবাদ ইউনিয়ন নিয়ে গঠিত ঈদগাঁও উপজেলা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।