পেকুয়া প্রতিনিধি ;
”জ্বালানি হোক নবায়নযোগ্য, পৃথিবী গড়ি বাসযোগ্য” এই প্রতিপাদ্যে জীবাশ্ম জ্বালানিমুক্ত একটি ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিতের আহ্বানে কক্সবাজারের পেকুয়ায় ফ্যামিলি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) সকালে পেকুয়া উপজেলার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক চত্বরে এ র্যালি অনুষ্ঠিত হয়।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা ও আন্তর্জাতিক পরিবেশ সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে ফ্যামিলি সাইকেল র্যালিতে বক্তব্য রাখেন পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস এর টিম লিডার ছাদেকুর রহমান।
বক্তারা বলেন, ধরিত্রীকে রক্ষা করতে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের ভবিষ্যৎ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সু নিশ্চিত করতে আহ্বান জানান পরিবেশবাদীরা।
এসময় পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়, পেকুয়া উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রী ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটসের সদস্যদের সাইকেল রাইড প্রদর্শন করা হয়।
এতে স্থানীয় পরিবেশ সচেতন পরিবারের সদস্যগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
খবর পড়ুন
লামায় মোটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু
খুলশীতে অবৈধ অস্ত্রসহ কিশোরগ্যাং লিডার হেলাল চৌধুরীসহ গ্রেপ্তার-৭
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।