জালাল আহমদ,পেকুয়া থেকে:
ইভিএমে ফিঙ্গারি ম্যাচিং না হওয়ায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় ভোট গ্রহণে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। আজ ২১ মে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে
দ্বিতীয় দফায় উপজেলা পরিষদের ভোট গ্রহণের দিন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
এই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার রনি দাস জানান,”শিল খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ফিঙ্গারিং ম্যাচিং না হওয়ায় ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে।এই কেন্দ্রের ৭ টি বুথে মাত্র ১৪৩ টি ভোট কাস্টিং হয়েছে।
এই কেন্দ্রের তারাবুনিয়া ছড়ার ভোটার গোল বাহার নির্ধারিত মহিলা বুথে গিয়ে ফিঙ্গারিং ম্যাচিং না হওয়ায় ভোট দিতে পারেনি।
জারুলবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও আব্বাস উদ্দিন নামের এক ভোটার ভোট দিতে বিলম্ব হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।