পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মোঃ আব্দুল কাদের নামের ১ ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২ জন।
নিহত মো:আব্দুল কাদের(৪০) উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা দরবার পাড়ার আকবর আহমদের পুত্র।
মঙ্গলবার ( ২১ মে) আনুমানিক দুপুর ২ টায় সেগুনবাগিচা দরবার পাড়া নামক স্থানে প্রতিপক্ষ আব্দুল করিমের কিরিচের আঘাতে মোঃ আব্দুল কাদের (৪০) এর মৃত্যু হয়। এসময় নিহতের ভাই নুরুল কবির সহ আরো ২ জন আহত হয়েছে।
আহতরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।
ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ ২ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া দক্ষিণ জোন এলাকার আহমেদ হোসাইনের পুত্র আব্দুল করিম ও তার ভাই রুহুল আমিন।
এ বিষয়ে পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস বলেন,পারিবারিক জায়গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হয়েছে,ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।