হ্যাপী করিম, মহেশখালী:

মহেশখালী উপজেলায় গর্তের পানিতে ডুবে আসমা মনি (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ শে মে) ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালের উত্তর কুল গ্রামের এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আসমা মনি ওই এলাকার মালেশিয়া প্রবাসী শাহেদ এর মেয়ে। স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাহমত আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, বাড়ির উঠানে শিশু খেলা করছিল, কিছুক্ষণ পর শিশুটির সারা শব্দ না পেয়ে তিনি আশপাশে খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশেই গর্তে জমা পানিতে শিশুর মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।