মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

# পুরুষ ভোটার ৯১৮৮০ জন
# মহিলা ভোটার ৮৮৫৩৮ জন
# হিজড়া ভোটার ২ জন
# সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে ভোট বেড়েছে ২৭৬৯ জন

টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে ৬০টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৮০ হাজার ৪২০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৯১ হাজার ৮৮০ জন। মহিলা ভোটার ৮৮ হাজার ৫৩৮ জন। হিজড়া ভোটার রয়েছে ২ জন। কক্সবাজার জেলার টেকনাফ ছাড়া অন্য কোন উপজেলায় হিজড়া ভোটার নাই। ৬০ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৫০২ টি। তারমধ্যে, স্থায়ী বুথ ৪৪১ টি এবং অস্থায়ী বুথ ৬১ টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টেকনাফ উপজেলায় ভোটার ছিলো ১ লক্ষ ৭৭ হাজার ৬৫১ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার বেড়েছে ২ হাজার ৭৬৯ জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।

১৯৩০ সালে টেকনাফ থানা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৩ সালে টেকনাফ পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত হয়। ৩৮৮’৬৮ বর্গ কিলোমিটারের টেকনাফ উপজেলায় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা অন্তর্ভুক্ত রয়েছে। ইউনিয়ন সমুহ ও পৌরসভা হচ্ছে, হোয়াইক্ষ্যং, হ্নীলা, টেকনাফ সদর, সাবরাং, বাহারছরা ও সেন্টমার্টিন ইউনিয়ন এবং টেকনাফ পৌরসভা।

টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে, চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-টেকনাফ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরুল আলম (প্রতীক-টেলিফোন) টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদ (প্রতীক-আনারস)
ও জাফর আহমদ এর পুত্র দিদার মিয়া (প্রতীক-মোটর সাইকেল)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-সরওয়ার আলম (প্রতীক-টিউবওয়েল), সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন (প্রতীক-মাইক) ও আবু সিদ্দিক (প্রতীক-চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন-গোলাপজান (প্রতীক-কলস), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি (প্রতীক-পদ্মফুল) ও জেলা মহিলা দলের সহ-সভাপতি মর্জিনা আক্তার (প্রতীক-ফুটবল)।

টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী রিটার্নিং অফিসার এবং টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।