আদর্শিক তারুণ্যের আলোকিত কাফেলা বাংলাদেশ ইসলামি যুুবসমাজ কক্সবাজার জেলার কার্যক্রম গঠনমূলকভাবে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় সাবেক নেতবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কক্সবাজার জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও প্রথম মহাসচিব, নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার নায়েবে আমির মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। বিশেষ আলোচক ছিলেন, ইসলামি ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার সাবেক সফল সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, ইসলামি ছাত্রসমাজ রামু উপজেলা শাখার সাবেক বিপ্লবী সভাপতি, নেজামে ইসলাম পার্টি কক্সবাজার পৌর আমির মাওলানা খালেদ সাইফী।এছাড়াও বক্তব্য রাখেন, জেলা সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল হামিদ, সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে যুবকদের মন-মননকে রাসুলে কারীম স. এর আদর্শের আলোয় আলোকিত করার বিকল্প নেই। ইসলামি যুবসমাজ গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সেই আদর্শিক পথে এগিয়ে চলেছে।
সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে গুরুত্বপূর্ণ প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হয়।