ইমাম খাইর, সিবিএন:
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগনের তিনদিন ব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শনিবার (২৫ মে) সকালে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান।
তিনি শিক্ষা কারিকুলাম ও পাঠদান সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। পাঠদান ও শিক্ষার উন্নয়নে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকগণ বিভিন্ন দাবি দাওয়া ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (মাদ্রাসা) বেগম শাহনওয়াজ দিলরুবা খান।
স্বাগত বক্তব্য দেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রাহমত ছালাম।
প্রশিক্ষণের ভেন্যু হিসেবে কক্সবাজার হাশেমিয়াকে বেছে নেওয়ায় অধিদপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এ সময় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জিয়াউল আহসান, উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসাইন, কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের আগে অধিদপ্তরের কর্মকর্তাগণ মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছলে অধ্যক্ষ রাহমত ছালামের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ। এরপর তারা বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে সরাসরি শিক্ষকদের পাঠদান দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
শিক্ষকদের পাঠদান ও শিক্ষার্থীদের মনোযোগিতা থেকে সন্তুষ্ট হয়েছেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ।