শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
ঘূর্ণিঝড় রেমালে বন্ধ হওয়া শাহ আমানত বিমানবন্দর ফের চালু
প্রকাশিত - মে ২৭, ২০২৪ ১১:৪৩ এএম

ঘূর্ণিঝড় রিমালের কারণে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ১৭ ঘণ্টা পর আবার চালু করা হলো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা।
সোমবার (২৭ মে) ভোর পাঁচটা থেকে পুনরায় যাত্রীসেবাসহ রানওয়ের কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের একজন কর্মকর্তা।
এর আগে আবহাওয়া অধিদফতর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে জানালেও পরে তা সোমবার ভোর পাঁচটা পর্যন্ত উন্নীত করা হয়।
এর আগে কলকাতা ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছিল।
পরে বরিশাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।
Copyright © 2025 CBNBD.COM- News Portal Of Cox's Bazar. All rights reserved.