মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বাংলাদেশ কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ সভাপতি হয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান, কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির বর্তমান সভাপতি আলহাজ্ব আবুল হোছাইন।
বাংলাদেশ কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে কক্সবাজারের আলহাজ্ব আবুল হোছাইনকে সহ সভাপতির গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়া হয়। বাংলাদেশ কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুর আলম ভূঁইয়া ও মহাসচিব জুবায়ের আহমেদ যৌথ স্বাক্ষরে কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোছাইন এর কাছে প্রেরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। উক্ত কেন্দ্রীয় সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ সভাপতি নির্বাচিত হওয়া আলহাজ্ব আবুল হোছাইন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদার পাড়ার মরহুম আমির হোছাইন প্রকাশ আমির আলী ও মরহুমা ছালেহা বেগমের জ্যেষ্ঠ সন্তান। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরাস্থ এবিসি ঘোনায় স্থায়ীভাবে বসবাস করছেন।
কক্সবাজারের প্রবীণ দলিল লেখক আলহাজ্ব আবুল হোছাইন এর আগে বাংলাদেশ কেন্দ্রীয় দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব, চট্টগ্রাম বিভাগ দলিল লেখক সমিতির সহ সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক, কক্সবাজার সদর উপজেলা দলিল লেখক সমিতির উপদেষ্টা পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
অসাধারণ মানবিক গুণাবলী সম্পন্ন আলহাজ্ব আবুল হোছাইন কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনার চেয়ারম্যান ঘাটাস্থ আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ এতিমখানা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। দৃঢ় আত্মপ্রত্যয়ী আলহাজ্ব আবুল হোছাইন কক্সবাজার শহরের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর রুমালিয়ার ছরা বায়তুর রিদুয়ান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও কক্সবাজারের সামাজিক, ধর্মীয়, শিক্ষা সহ বিভিন্ন কল্যাণকর প্রতিষ্ঠানের সাথে বর্ষীয়ান দলিল লেখক আলহাজ্ব আবুল হোছাইন সক্রিয়ভাবে জড়িত। কক্সবাজারের ধর্মীয় ও কল্যাণকর বিভিন্ন প্রতিষ্ঠানের জমির দলিল তিনি নামমাত্র ফি'তে অথবা সম্পূর্ণ ফ্রীতে সম্পাদন করে দিয়েছেন। বহুমুখী প্রতিভাসম্পন্ন আলহাজ্ব আবুল হোছাইন একজন কবি। তাঁর রচিত প্রায় ৩ শত কবিতা পাঠক মহলে বেশ সমাদৃত। তাঁর কবিতা সমগ্র নিয়ে ইতিমধ্যে একটি কবিতার বই প্রকাশ করা হয়েছে।
সফল পিতা আলহাজ্ব আবুল হোছাইন এর দুই সন্তান আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য। তাঁরা হলেন-অ্যাডভোকেট আরিফুল ইসলাম এবং অ্যাডভোকেট শহীদুল হোসাইন। তাঁর অন্যান্য সন্তানগণও নিজ নিজ অবস্থানে সুপ্রতিষ্ঠিত।
আলহাজ্ব আবুল হোছাইনকে বাংলাদেশ কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ সভাপতি মনোনীত করায় মহান আল্লাহতায়লার কাছে শোকরিয়া জ্ঞাপন করে তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুর আলম ভূঁইয়া ও মহাসচিব জুবায়ের আহমেদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, শিক্ষানুরাগী, কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনার চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ এতিমখানা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোছাইনকে বাংলাদেশ কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ সভাপতি মনোনীত করায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির পক্ষে প্রধান শিক্ষক মোজাম্মেল হক ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইকবাল অভিনন্দন জানিয়েছেন। আলহাজ্ব আবুল হোছাইনের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দলিল লেখক সমিতির কার্যক্রম আরো গতিশীল ও গণমূখী হবে বলে শিক্ষকদ্বয় দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।