মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বৃহস্পতিবার (৩০ মে) ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

মন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৩ টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে কক্সবাজার আসবেন। একইদিন রাত সাড়ে ৮ টায় তিনি কক্সবাজার সার্কিট হাউসে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেবেন। পরদিন শুক্রবার (৩১ মে) সকাল ১১ টায় তিনি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১ টায় ঢাকা থেকে মন্ত্রী আসাদুজ্জামান খান হেলিকপ্টার যোগে চট্টগ্রাম আসবেন। একইদিন সকাল ১১ টা ৫০ মিনিটে তিনি চট্টগ্রামে র‍্যাব-৭ আয়োজিত জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। মন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৭ টায় ২ দিনের সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব মোঃ আলমগীর হোসেন প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।