কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়ায় চাষাবাদের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মোহাম্মদ রাজ নামে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৮ মে) সকাল সাতটার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ মগডেইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই এলাকার খোকনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, টানা বর্ষণের পর রোদ ওঠায় বাড়ির লোকজন সকাল থেকেই বাড়ির কাজে ব্যস্ত সময় কাটান। এসময় রাজ উঠানে খেলছিল। এর মধ্যে কোনো এক ফাঁকে বাড়ির পিছনে চাষাবাদের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পা পিছলে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা।
পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।