মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রামু উপজেলা পরিষদের নির্বাচনে মটর সাইকেল প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম ভূট্টো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন আনারস প্রতীকের প্রার্থী সোহেল সারওয়ার কাজল।
বুধবার ২৯ মে কক্সবাজারের রামু উপজেলা পরিষদের নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
রামু উপজেলা পরিষদের নির্বাচনে ৬৪টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯৫১ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৯৯ হাজার ১২৫ জন। মহিলা ভোটার ৮৭ হাজার ৮২৬ জন।
প্রসঙ্গত, রামু উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো রামু'র ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে রামু উপজেলা পরিষদের আজকের নির্বাচনে অংশ নেন।