নুরুল করিম, মহেশখালী
প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে জাটকা ইলিশ না ধরায় মহেশখালী পৌর সভার তালিকাভুক্ত ১৯৫২ জেলের মাঝে ৫০ কেজি করে বিশেষ সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ শে মে) দুপুরে পৌরসভা খাদ্য গুদাম মাঠে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া।
এ সময় প্রত্যেক জেলেকে ১ বস্তুা করে ১৪৫.১৫২ মেট্রিকটন চাল দেওয়া হয়। নিষিদ্ধ সময়ে বঙ্গোপসাগরে নদীতে জাটকা ইলিশ না ধরায় কর্মক্ষম জেলেদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ চাল বরাদ্দ দেন। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবিউল করিম, প্যানেল মেয়র খায়রুল হোসেন,পৌর কাউন্সিলর জমি মং, আজম মিয়া প্রমুখ।
মেয়র মকসুদ মিয়া বলেন, প্রধানমন্ত্রী দরিদ্র জেলেদের কথা চিন্তা করে জাটকা ধরার নিষিদ্ধ সময়ে তাদের জন্য চাল বরাদ্দ দিয়েছেন। এ চাল পেয়ে জেলেরা খুশি। ইলিশ প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ৬৫ দিন নিষিদ্ধ সময়ে সরকারের নির্দেশ মেনে জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকবেন।
মহেশখালী উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ১৫ হাজার ৮৩২ জন জেলে নিবন্ধন করেছে। ধারাবাহিক ভাবে সকল জেলেদের মাঝে বিশেষ সহায়তার বরাদ্দের চাউল বিতরণ করা হচ্ছে।