ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা হারুন হাওলাদার জানান, বিকেলে আমার নাতিন সামিয়া আক্তারকে কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পাশে তার জুতা দেখতে পেয়ে পানিতে নেমে সামিয়া আক্তার (৫) কে খুঁজে পাই। তাকে পেয়ে নলছিটি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসার সময় সামিয়ার চাচাতো বোন সাবিনাকে না পেয়ে আবারও খোঁজাখুজি শুরু করি। এসময় আরও একজোড়া জুতা পুকুরের পাশে দেখতে পেয়ে পুকুরে নেমে সাবিনা আক্তার (৬) কে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করি।
তাদের দুইজনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সামিয়া আক্তারের বাবা জাকির হোসেন এবং সাবিনা আক্তারের বাবা বাচ্চু হাওলাদার আপন দুই ভাই। তাদের বাড়ি উপজেলার মুখিয়া গ্রামে। নিহত দুই চাচাতো বোন স্থানীয় মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, পানিতে ডুবে দুটি শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো বোন হয়।