এম.এ আজিজ রাসেল:
কক্সবাজারের বিশিষ্ট আইনজীবী দৈনিক কক্সবাজার ও কক্সবাজার নিউজ—সিবিএন এর বিশেষ প্রতিবেদক মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। রবিবার (২ জুন) রুমালিয়ার ছড়ার চেয়ারম্যান ঘাটা মসজিদ থেকে এশার নামাজ শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অ্যাড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা জাফর নামের এক সন্ত্রাসী উপর্যপুরি ছুরিকাঘাত করে। এসময় পথচারী ও মুসল্লীরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় অ্যাড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, তার পিঠে ছুরির জখম পাওয়া যায়। তাকে চিকিৎসা দিয়ে ভর্তি দেয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
স্থানীয়রা জানিয়েছেন, ‘জাফর নামের এক ব্যক্তি আগে থেকে হামলার প্রস্তুতি নেয়। অ্যাড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাফর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এদিকে অ্যাড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর উপর হামলার খবর শুনে সদর হাসপাতালে ছুটে যান তার সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা। এসময় অবিলম্বে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানান সবাই।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। হামলাকারীর তথ্য নিয়ে দ্রুত গ্রেপ্তার করা হবে।’