চট্টগ্রামের পাহাড়তলীতে নেশার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানাথীন ভেলোয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম রিনা আক্তার। তার স্বামী বেলাল হোসেন সিএনজিচালিত অটোরিকশা চালক। আর অভিযুক্ত ছেলের নাম ওমর আলী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিনা ও বেলাল দম্পতির একমাত্র সন্তান ওমর আলী। সে বেশ কয়েক বছর ধরেই মাদকাসক্ত। ঘটনার দিন রাতেও সে মাদক সেবন করে। পরে আবারও মাদক কেনার জন্য বাসায় গিয়ে তার মাকে টাকার জন্য চাপ দিতে থাকে।
তবে মাদকের টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে সে তার মাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।