এম এ আজিজ রাসেল, সিবিএন:

কক্সবাজার সৈকতের ঝাউবাগান থেকে দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাতকে আটক করেছে র‌্যাব। ২ জুন রাত ২ টার দিকে এই অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সৈকতের কবিতা চত্বরের ঝাউ বাগানের ভিতরে একটি ডাকাত দল ডাকাতি করার জন্য পরিকল্পনা নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পালানোর চেষ্টাকালে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে ২টি ধামা (কাটারি), ১টি সেলাই রেঞ্জ, ১টি ডুয়েল এলইডি টর্চ লাইট, ১টি বড় ছুরি, ১টি ১৫০ সিসি নম্বরবিহীন ফেজার মোটর সাইকেল, ১টি ১৫৪ সিসি সুজুকি মোটর সাইকের (যার রেজিঃ নং-চট্ট-মেট্রো-ল-১৫৭০১৮) উদ্ধার করা হয়।

আটকরা হলেন-ঝিলংজা হাজী পাড়ার মৃত ইদ্রিসের ছেলে মো. ফেরদৌস (৩৯), কলাতলী আদর্শ গ্রামের মৃত শামসুল আলমের ছেলে মিজানুর রহমান (৩৪), শহরের মধ্যন নতুন বাহারছড়ার মো. আজিজের ছেলে মো. ইসমাইল প্রকাশ শতাব্দী (২৪), দক্ষিণ ঘোনার পাড়ার মৃত আবুল কালামের ছেলে মো. সোলাইমান বাচ্চু (৩১) ও লাইট হাউজের আবদুর রহিমের পুত্র মো. ফয়সাল (২১)।

আটক ডাকাত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।
Aziz