ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার লবণশিল্প নগরী ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গোল্ডেন ফার্ম প্রাইভেট লিঃ পরিচালনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নতুন অফিস বাজার বণিক ও মালিক পরিচালনা পরিষদের সভাপতি, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক দেলোয়ার হোসেন চৌধুরী (মিন্টু চৌধুরী)।
তাছাড়া এম.জাফর আহমদ এমডি ও দুদু মিয়া কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত ১ জুন সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়।
নির্বাচন পরিচালনা করেন উপদেষ্টা পরিষদের প্রধান মাওলানা মনজুর আলম। এতে সদস্যরা প্রত্যক্ষ ভোট দেন।
গোল্ডেন ফার্ম পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, হাজী শাহ আলম, মাওলানা রমিজ আহমদ, হাজী শের আলী, শাহ আলম, হাসান ফারুক ও মুঃ শওকত আলম।
উল্লেখ্য, গোল্ডেন ফার্ম প্রাইভেট লিঃ প্রায় ৭৫ একর জল সমতল লবণ ও মাছ ঘোনা নিয়ে ২০০০সালে প্রতিষ্ঠিত হয়। ইসলামপুর নতুন অফিস থেকে এই ব্যবসায়িক সমিতি পরিচালিত হয়ে আসছে।
এদিকে, চেয়ারম্যান পদে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়েছেন মিন্টু চৌধুরী।
তিনি বলেন, গোল্ডেন ফার্ম প্রাইভেট লিঃ এর পরিচালনা কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করায় সকল সদস্য, উপদেষ্টা কমিটি এবং ফার্মের সকল শেয়ার হোল্ডারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব কোরআন ও হাদিসের আলোকে প্রাধান্য দিয়ে জীবনবাজি রেখে করতে পারি, দোয়া চাই।
সকল ধরণের অনিয়ম-দুর্নীতির ঊর্ধ্বে থেকে শেয়ার হোল্ডারদের যথাযথ ন্যায্য পাপ্য প্রদানের চেষ্টা করবো। সমিতির উন্নতি ও সকলের স্বার্থ রক্ষায় আল্লাহর সাহায্য প্রার্থনা করি।
মিন্টু চৌধুরী চ্যালেঞ্জ দিয়ে বলেন, আমার সময়কালে ফার্মের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। অবৈধ কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না, ইনশাআল্লাহ।
আমি ফার্মের উন্নতির জন্য সকল শেয়ার হোল্ডারদের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।