সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সদর উপজেলায় অবস্থিত শাপলা কুড়িঁ কচি কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুলের " ফাতেমা- হক স্মৃতি বৃত্তি -২০২৩" কর্তৃক তাদের নিজ তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান ও শিক্ষার উপকরণসমূহ বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি ফারজান রহমান, "ফাতেমা -হক স্মৃতি বৃত্তির" আহ্বায়ক রূপালী ব্যাংক পিএলসি এর ঊর্ধ্বতন কর্মকর্তা জসীম উদ্দীন, শাপলা কুড়িঁ কচি কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী রাণী পাল ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
"ফাতেমা হক স্মৃতি বৃত্তির" আহ্বায়ক ,জনাব জসীম উদ্দীন জানান বর্তমান সরকারের শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি ও উন্নত প্রযুক্তির ব্যবহার নিয়ে শিক্ষার্থীর অভিভাবকগণকে বলেন সন্তানদের ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের সচেতন থাকবেন।
"ফাতেমা- হক স্মৃতি বৃত্তির " সদস্য রায়হান উদ্দীন জানান ,আমার বাবা মরহুম আব্দুল হক কক্সবাজার পৌরসভার ০৬ নং ওয়ার্ড উত্তর ডিককুলস্থ সবার সু-পরিচিত দ্বীনি নিজ নির্ভরশীল ব্যক্তি ছিলেন এবং আমার মা মরহুমা ফাতেমা বেগম শিক্ষানুরাগী পরিবারের একজন মহিলা ছিলেন। তাদের এ ধারাবাহিকতা ও ইছালে ছাওয়াবের উদ্দেশ্য আমার বড়ভাই জসীম উদ্দীন (রূপালী ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা) এবং মেজোভাই মোহাম্মদ মিজানুর রহমান (চট্টগ্রাম সরকারি সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক) আমরা পারিবারিকভাবে নিজ তহবিল গঠন করে সমাজের পিছিয়ে পড়া দারিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের সর্বত্র সহায়তা করা ও প্রতিটি পরিবারকে শিক্ষায় উৎসাহী করা।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনারা সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি তাদের বাড়িতে পড়াশোনার বিষয়ে খোঁজ খবর রাখবেন ও তাদের সময় দেওয়ার চেষ্টা করবেন।