কক্সবাজারের কুতুবদিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সোহেল আহাম্মেদ বলেন,মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সময় ৯৯৯ থেকে খবর পাই যে, বড়ঘোপ ইউনিয়নে মাতবর পাড়া এলাকায় আগুন লেগেছে। এতে বড়ঘোপ ইউপি সদস্য মাহবুব আলম ও রফিক নামের দুই ব্যক্তির দুটি রান্নাঘর পুড়ে যায়। এসময় সোয়া এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। এদিকে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।