বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
নাফনদী থেকে রাখাইন নারীর মৃতদেহ উদ্ধার
প্রকাশিত - জুন ৪, ২০২৪ ৪:৩৭ পিএম

নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ এক রাখাইন নারীর মৃতদেহ ১৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া রাখাইন পল্লীর থোয়াইনচা অংয়ের স্ত্রী মাগংঅং (৫১)।
ভিকটিমের স্বামী থোয়াইনচা অং জানান, সোমবার (৩ জুন) সকালে মাগঅং কাঁকড়া ধরতে পার্শ্ববর্তী নাফনদীর কেওড়া বাগানের দিকে যায়। পরে রাত ৮টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় নাফনদীর বিভিন্ন অংশে খোঁজ করা হয়। এক পর্যায়ে নিখোঁজের ১৪ ঘন্টা পরে নাফনদীর হ্নীলা অংশে মাগংঅংয়ের মৃতদেহ ভাসতে দেখা যায়। পরবর্তীতে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, বয়স্ক এক রাখাইন নারী নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরে থানায় অবহিত করা হয়েছিল। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, নাফ নদী থেকে মাগংঅংয়ের মৃতদেহ উদ্ধারের পরে আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 CBNBD.COM- News Portal Of Cox's Bazar. All rights reserved.