ভারতের লোকসভা নির্বাচনে দুটি আসনে লড়ে দুটিতেই জয়ের পতাকা ছিনিয়ে নিয়েছেন রাহুল গান্ধি। দক্ষিণের রাজ্য কেরালার ওয়েনাড়ে এরই মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।
তাছাড়া উত্তর প্রদেশের রায়বেরেলিতে ও জয় নিশ্চিত করেছেন রাহুল গান্ধি। বিরোধী প্রার্থী বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং পরাজয় স্বীকার করেছেন।
মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। দুপুর নাগাদ ফলাফলের ব্যবধান স্পষ্ট হয়ে উঠলে পরাজয় স্বীকার করে নেন দীনেশ।
ভারতের নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে ইন্ডিয়া টুডে অনলাইন দুপুর ১টা ৪২ মিনিটে প্রকাশিত প্রতিবেদনে জানায়, কংগ্রেসের রাহুল এই আসনে বিজেপির দীনেশের চেয়ে প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। ওই সময় পর্যন্ত রাহুলের প্রাপ্ত ভোট ৩ লাখ ৬০ হাজার ৯১৪। অপরদিকে দীনেশ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮৭০ ভোট।
কেরালার ওয়েনাড়ে বামপন্থী প্রার্থী অ্যানি রাজার চেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। ওয়েনাড়ে তার প্রাপ্ত ভোট ৬ লাখ ৪৭ হাজার ৪৪৫। অ্যানি রাজার চেয়ে তিনি ৩ লাখ ৬৪ হাজার ৪২২ ভোট বেশি পেয়েছেন।
এই দুই নির্বাচনে জয়ের রাহুলকে অভিনন্দন জানিয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।