দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কর্তব্য বিষয়ক অরিয়েন্টেশন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪জুন) বেলা ১১ টায় পেকুয়া উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পেকুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।
এতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কর্তব্য বিষয়ক মূল বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, আইএফআরসি সিনিয়র অফিসার আজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল পল্লি বিদ্যুৎ বিভাগের পেকুয়া সাব জোনাল ম্যানেজার দীপন চৌধুরি, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম চৌধুরি,যুব রেড ক্রিসেন্টের পেকুয়া টিম লিডার মো. ছোটনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।