সংবাদ বিজ্ঞপ্তি:
উখিয়ার সোনারপাড়ায় জেলেদের সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ কি কি হুমকি তৈরী করে এবং কিভাবে মৎস্য আইন ও বিধিমালাসমূহ আমাদের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষা করে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহকারী আয়েশা রাহি নূর।
এছাড়া ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ প্রকল্পের কর্মকর্তারা, সোনারপাড়া ঘাটভিত্তিক সহব্যবস্থাপনা কমিটির সদস্য ও অন্যান্য জেলেরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অবৈধ, অনিয়ন্ত্রিত, অপ্রদশির্ত মাছ ধরা মোকাবিলায় কি কি সুযোগ, বাধা রয়েছে এবং করণীয়সমূহ আলোকপাত করা হয়।
জেলেরা ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ এবং অন্যান্য সরকারী আইন মেনে চলার শপথ করেন।
অনুষ্ঠান শেষে সচেতনতা র্যালি সোনারপাড়া ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এসময় ওয়ার্ল্ডফিশ কর্মকর্তা, সোনারপাড়া দাখিল মাদরাসার সুপার, মসজিদের ইমাম, সিটিজেন সাইন্টিস্টসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অবৈধ, অনিয়ন্ত্রিত, অপ্রদর্শিত মাছ ধরার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক দিবস পালিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।