নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী'র উপর হামলার ঘটনায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি তীব্র নিন্দা জানিয়েছেন।
সমিতির পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এক প্রতিবাদ লিপিতে বলেন, একজন সিনিয়র আইনজীবীর উপর এ ধরনের সন্ত্রাসী হামলা কখনো মেনে নেওয়া যায়না। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
প্রসঙ্গত, গত রোববার (২ জুন) কক্সবাজার শহরের এবিসি ঘোনার চেয়ারম্যান ঘাটা মসজিদ থেকে এশার নামাজ শেষে বের হওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা হামলাকারী সন্ত্রাসী জাফর ও অন্যান্যরা হত্যার উদ্দেশ্য অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী'র উপর উপর্যপুরি ছুরিকাঘাত করে। এসময় পথচারী ও মুসল্লীরা এগিয়ে আসলে হামলাকারী জাফর পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় এড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী'কে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ দীর্ঘক্ষণ তাঁর শরীরে অস্ত্রোপচার করে তাঁর রক্তক্ষরণ বন্ধ করে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।