দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ার শিলখালীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ওই বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র, রক্ষিত নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার দিবাগত (৭ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার শিলখালী ইউনিয়নের দক্ষিণ হাজির ঘোনা ( বা নৌজা সড়ক) এর পাশে মৃত মোস্তাক আহমেদের ছেলে আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন আহমেদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এ ব্যাপারে বাড়ির মালিক তাজ উদ্দিন আহমেদ জানান, আমার বসতবাড়িতে চুরি সংঘটিত হয়েছে। ওই সময় আমি পেকুয়া চৌমুহনীতে ছিলাম। সেখান থেকে ফিরে এসে দেখি বাড়ির দরজা খোলা। এতে সন্দেহ হয় বাড়িতে কেউ এসেছিল। ঘরে ভিতর প্রবেশ করে দেখতে পাই চুরির দৃশ্য। চোরের দল কৌশলে ঢুকে জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এসময় বাড়িতে রক্ষিত ১৫হাজার ৭৫০ টাকা, ৩৬টি গাছে খুঁটি, ৫৭টি চিরাইকৃত কাঠ,৭৫ কেজি লোহা, বৈদ্যুতিক বাল্ব, ১৪০ ফুট তার, ফ্যান, বালতি, পানির মগ, দা, চুরি, চেয়ার, হাতুড়ি, করাত, ৩টি শাবল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।

পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান,চুরির বিষয়ে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।