চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি প্রভাষক ওসমান গণি (৪৫) দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ( ৮জুন) বিকেলে ৪ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
চকরিয়া পৌর শহরের স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান এ, হোছাইন কম্পিউটার্স এন্ড প্রিন্টিং প্রেস এর স্বত্বাধিকারী ও চাম্বি স্কুল এন্ড কলেজের আই সি টি বিভাগের প্রভাষক ছিলেন।তিনি মা-বাবা,ভাই-বোন, স্ত্রী ও সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্খী রেখে গেছেন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এড শামীম আরা স্বপ্না এক বিবৃতিতে তার আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা,সহানুভূতি জানিয়েছেন।
নেতৃবৃন্দ, দলের প্রতি মরহুম ওসমান এর আনুগত্য, অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।