হ্যাপী করিম, মহেশখালী।

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে বলরামপাড়া এলাকা থেকে দেশীয় তৈরি ১০৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। এ সময় মদ পাচারকাজে ব্যবহৃত মিশুক গাড়ির চালককে আটক করে। জব্দ করা হয় গাড়িটিও।

গত শনিবার (৮জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার মহেশখালী পৌরসভার বলরামপাড়া সড়ক হতে এসব চোলাই মদ জব্দ করা হয়।

আটক মিশুক গাড়ির চালক আরফাত হোসেন (২০) মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তেলীপাড়া এলাকার ছৈয়দুল করিম ছেলে।

পুলিশ জানায়, মিশুক ভর্তি দেশীয় তৈরি চোলাই মদ পাচার করা হচ্ছে এমন সংবাদে মহেশখালী থানার তদন্ত (ওসি) তাজ উদ্দিনের নির্দেশে এসআই ফরাজুল ইসলাম, এসআই ওমর ফারুকসহ একদল পুলিশ অভিযানে বলরামপাড়া সাগর দে কুলিং কর্ণারের দোকানের সামনে মিশুক ভর্তি ওই চোলাই মদ নিয়ে এদিক ওদিক যাচ্ছিল এতে সন্দেহ হলে তল্লাশিতে চোলাই মদ পাওয়া যায়। এতে বস্তা বতি প্লাস্টিকের ১২৫ মিলি বোতল ৮০টিতে ২০ লিটার ও সাদা প্লাস্টিকের পলিথিনে ৫ লিটার করে ৯টি ৪৫ লিটার’সহ মোট (১০৫) লিটার চোলাই মদসহ একটি মিশুক গাড়ি জব্দ করে। পাচার কাজে জড়িত থাকার গাড়ির চালককে আটক করা হলে তার সাথে থাকা আরো একজন পালিয়ে যায়, পরে আটককৃতকে জিজ্ঞাসাবাদে জানান দাসি মাঝি পাড়া এলাকার নুরুল ইসলাম পুত্র আব্দুল শুক্কুর।

মহেশখালী থানার ওসি তাজ উদ্দিন জানান, মদ পাচারে জড়িত থাকার অভিযোগে আটক গাড়ি চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।