প্রেস বিজ্ঞপ্তি:
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জাতীয় যুব জলবায়ু সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস কক্সবাজার জেলা ইউনিট। সম্মেলনে ইয়ুথনেটের বার্ষিক সাধারণ সভায় চলতি বছরের কার্যক্রম উপস্থাপনে উপকূলীয় ১৯ জেলার মধ্যে ১ম হয়েছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস কক্সবাজার জেলা ইউনিট।
গত ১১ ও ১২ ডিসেম্বর (শনিবার ও রবিবার) রাজধানী ঢাকায় গুলশানের গ্লোবাল প্ল্যাটফর্মে ইয়ুথনেট বাংলাদেশের আয়োজনে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিতব্য জাতীয় যুব সম্মেলনে কক্সবাজার ইউনিট থেকে অংশগ্রহণ করে কক্সবাজার ইউনিট এর জলবায়ু যোদ্ধা জিমরান মোঃ সায়েক । কক্সবাজার ইউনিটের প্রতিনিধি হিসেবে সারাবছরের কার্যক্রম উপস্থাপন করেন ইয়ুথনেট কক্সবাজার জেলার জলবায়ু যোদ্ধা জিমরান মোঃ সায়েক
২ দিন ব্যাপী সম্মেলনে সারা বাংলাদেশ এর বিভিন্ন জেলা থেকে আগত ইয়ুথনেটের জলবায়ু যোদ্ধারা অংশগ্রহণ করে। সম্মেলনের ২য় দিন বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের কার্যক্রম মূল্যায়ন ও আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়
উল্লেখ্য ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস বাংলাদেশ ২০১৬ সালে যাত্রা শুরু করে জলবায়ু সুবিচার আন্দোলনের দাবীতে উপকূলীয় ১৯ জেলা সহ সারাদেশের যুবদের নিয়ে কাজ করে যাচ্ছে।
সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ুথনেট বাংলাদেশের সমন্বয়ক সোহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবীদ ও পরিবেশকর্মী কাজী খলিকুজ্জামান আহমেদ।
জাতীয় যুব জলবায়ু সম্মেলনে দক্ষতা উন্নয়ন অধিবেশনে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম। যুব প্যানেল এবং মিডিয়া প্যানেলে তরুণ জলবায়ু যোদ্ধারা গণমাধ্যমেকে জলবায়ু নিয়ে আরো বেশি গুরুত্ব দিতে আহবান করেন। । জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মুক্ত সাংবাদিক মুনওয়ার আলম নির্ঝরের সঞ্চালনায় প্যানেল আলোচক ছিলেন একাত্তর টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান, মোহনা টিভির পরিবেশ বিষয়ক সংবাদদাতা ফেরদৌস উষা এবং স্পাইস মিডিয়া লিমিটেডের বার্তাকক্ষ সম্পাদক সাজিদ আরাফাত প্রমুখ। সমাপনী অধিবেশনে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা এবং বিশেষ অতিথি ছিলেন জলবায়ু সুশাসন বিশেষজ্ঞ আবুল বাশার প্রমুখ।