রোহিঙ্গা ক্যাম্প-৪ এ বিশেষ অভিযান চালিয়ে উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা নেতা আলোচিত মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আরসার অন্যতম নেতা মো. শহিদুল ইসলাম ওরফে মৌলভী অলি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত আবুল বাশার ওরফে মৌলভী নাছেরের ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে প্রকাশ মৌলভী অলি আকিজ (৫০), ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পর ডি ব্লকের মৌলভী আনোয়ারের ছেলে মো. ফয়সাল ওরফে মাস্টার ফয়সেল (২৮), ক্যাম্প-২০ এর মৃত মৌলভী রহমত উল্ল্যার ছেলে হাফেজ ফয়জুর রহমান (২৪), বালুখালী ক্যাম্প-৮/ই ব্লক-বি/৪৪ এর মৃত করিম উল্ল্যার ছেলে মো. সালাম ওরফে মাস্টার সালাম (২০) ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২ এর আনু মিয়ার ছেলে মো. জুবায়ের (২৪)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি দেশি এলজি, একটি ওয়ানশুটার গান, ১০ রাউন্ড কার্তুজ, ২ কেজি বিস্ফোরক দ্রব্য, ৩টি বাটন মোবাইল ফোন এবং নগদ দুই হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সোমবার(১০ জুন) সকালে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানান।
ধর্ষণ মামলায় এক স্কুল শিক্ষক আটক
সকালে সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সোমবার রাতে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এ অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়।
তিনি বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।