আনোয়ার হোছাইন , ঈদগাঁও ,
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নির্বাচন সহিংসতায় খুনের ঘটনায় ব্যবহৃত ছুরা অবশেষে ঘাতকের ঘর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে হত্যাকাণ্ডে জড়িত ৩ নম্বর আসামি সায়েদুল আলম শাওয়ালের রিমান্ডে দেয়া স্বীকারোক্তিমতে বসতঘর তল্লাশি করে রান্না ঘরের দরজার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ছুরিটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত শুভ রঞ্জন চাকমা জানান, বিগত ২১ মে অনুষ্ঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ঘটে যাওয়া নির্বাচনী সহিংসতায় ছফুর আলম নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়। ঘটনার পরপরই জড়িত ৪ জনকে আটক করা হয়েছিল। পরে দায়েরকৃত মামলায় আদালতের মঞ্জুর করা দুই দিনের রিমান্ডে দেয়া তথ্যমতে ঘাতকের বসতঘর ঘর থেকে ছুরিটি উদ্ধার করা হয়।
এদিকে ঘটনার পর ২০ দিন অতিবাহিত হলেও আলোচিত এ হত্যাকাণ্ডে আটক উক্ত আসামিকে দুই দিনের রিমান্ডে আনা হয়। পরে আসামীর স্বীকারোক্তি মতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভ রঞ্জন চাকমার বিচক্ষণতা ও মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলামের আন্তরিকতায় ঘটনায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার হওয়ায় সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছে।
রিমান্ডের অংশ হিসেবে ঘাতক সায়েদুল আলম শাওয়ালকে ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তার স্বীকারোক্তি মতে তাকে বসতঘরে আনা হলে স্বজন ও এলাকার উৎসুক জনতা তাকে দেখতে ভিড় জমায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।