যশোরের চৌগাছায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মৃত্যুর চার মাস ১৭ দিন পর কবর থেকে জাহিদুল ইসলাম (২৮) নামের এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের দিকনির্দেশনায় উপজেলার হোগলডাঙ্গার ঘাটপাড়া কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়।
মৃত জাহিদুল ইসলাম উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে।
জাহিদুলের স্ত্রী ফারজানা বেগম বলেন, ‘দীর্ঘ ১১ বছর সংসার করার পর বুঝতে পারি ফরিদা বেগম নামে এক নারীর সঙ্গে আমার স্বামী পরকীয়ায় জড়িত। তার মৃত্যুর পেছনে ওই নারী ও তার ভাই ইসমাইল জড়িত রয়েছে।’
৩ দেশের শ্রম বাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে- প্রতিমন্ত্রী
মামলার দায়িত্বপ্রাপ্ত নড়িয়া থানার এসআই রাকিব ইসলাম বলেন, ২০২৪ সালের ২৫ জানুয়ারি শরিয়তপুরের নড়িয়ায় মারা যায় জাহিদুল। এরপর গত ৭ মার্চ স্বামীকে হত্যা করা হয়েছে মর্মে শরিয়তপুর জেলার নড়িয়া থানায় স্ত্রী ফারজানা বাদী হয়ে মামলা করেন। এর আগেই যশোরের নিজ বাড়িতে জাহিদুলকে দাফন করা হয়।
এসআই রাকিব বলেন, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশেই এই লাশ উত্তোলন করা হয়েছে।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।