উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সৈয়দ আমিন (৩৫) নামে এক সদস্যকে আরসা সদস্যরা পিটিয়ে হত্যা করেছে।
মঙ্গলবার (১১ জুন) দুপুর আড়াইটায় উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন নিশ্চিত করছেন।
নিহত যুবক সৈয়দ আমিন উখিয়া ক্যাম্পের এ/৪ ব্লকের আহমেদের ছেলে।
ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার ক্যাম্প-৪ এর এ /৪ ব্লকে সৈয়দ আমিনকে একই ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা পিটিয়ে আহত করে। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরএসওর সদস্য ছিলেন বলে কথিত রয়েছে।
মৃত্যুর ৪ মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন
উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন তিনি।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।