রোববার, ৬ জুলাই ২০২৫
ঈদগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫
প্রকাশিত - জুন ১৮, ২০২৪ ৪:৩১ পিএম

ঈদগড় সড়কে সিএনজি -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টার দিকে ঈদগড় সড়কের ধুমছাকাটা নামক স্থানে একটি যাত্রীবাহী সিএনজি ও অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয় যানবাহনের চালক ও যাত্রীরা গুরুতর আহত হয়। এ সময় এলাকাবাসী ও পথচারীরা আহতদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী ঈদগাঁও এবং সদর হাসপাতালে চিকিৎর্সাতে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পার্বত্য এলাকা বাইশারীর মোক্তার আহমদ নামের একজন সিএনজি যাত্রী মৃত্যু বরন করেন। আহত অন্য যাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহত মুক্তার আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাইশারী ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের।
Copyright © 2025 CBNBD.COM- News Portal Of Cox's Bazar. All rights reserved.