মোঃ ওসমান গনি ইলি :
কক্সবাজার শহরে পাহাড় ধসে মোঃ আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) দিনগত রাত সাড়ে তিনটার দিকে পৌরসভার নয় নং ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মাটি সরিয়ে স্থানীয়রা মৃতদেহ দুটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন তার চাচা আব্দুলাহ্। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন পর্যন্ত ওমর ফারুক জামে মসজিদে ইমাম এর দায়িত্ব পালন করে আসছিলেন। আনোয়ারের স্ত্রী সাত মাসের গর্ভবতী ছিলেন বলে জানা গেছে ।
তার চাচা আব্দুলাহ বলেন, তিনটার সময় যখন বৃষ্টি হচ্ছে তখন তার মা তাকে রুম থেকে তাদের রুমে চলে আসতে বলে। মায়ের কথা না শুনে স্বামী স্ত্রী একই রুমে শুয়ে পড়ার কিছুক্ষণ এর মধ্যে পাহাড় ধসে পড়ে ।
স্থানীয়দের সহযোগিতা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।