মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার বিচার বিভাগের আওতায় ফৌজদারী মামলা সমুহ দ্রুততম সময়ে নিষ্পত্তিতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের নব নিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে কক্সবাজার জেলা জজ আদালত ভবনে পিপি’র কার্যালয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটরদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান।
পিপি অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা বলেন, একটি মামলা বিচারের জন্য প্রস্তুত করে আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, কক্সবাজার বিচার বিভাগের আদালত সমুহে অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে রেকর্ড সংখ্যক মামলা নিষ্পত্তি করে কক্সবাজার বিচার বিভাগকে দেশের একটি মডেল বিচার বিভাগে পরিণত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আদালতে মামলা পরিচালনা করা একটি টিম ওয়ার্ক। এজন্য, আইন কর্মকর্তাদের স্ব স্ব আদালতে নিয়মিত উপস্থিত থেকে মামলা পরিচালনা করতে হবে। সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে আদালতের সাথে সমন্বয় করতে হবে। অগ্রাধিকার দিয়ে চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। কেস ডায়েরি (সিডি) সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আদালতে মামলা পরিচালনায় গতিশীলতা আরো বাড়াতে হবে। মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার প্রতিবন্ধকতা সমুহ চিহ্নিত করে সেগুলো দূরীকরণে ব্যবস্থা নিতে হবে। সর্বোপুরি মামলা নিষ্পত্তিতে রাষ্ট্রের সকল আইন কর্মকর্তাকে নিজ নিজ আদালতে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে তিনি সকলকে অনুরোধ জানান।
কক্সবাজার জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তা পিপি অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা আরো বলেন, দ্রুত মামলা নিষ্পত্তি হলে আদালত, রাষ্ট্র ও আইন কর্মকর্তাদের প্রতি বিচারপ্রার্থীদের আস্থা ও বিশ্বাস আরো বাড়াবে এবং বিচার বিভাগের সুনাম বৃদ্ধি পাবে। একইসাথে আদালতে মামলার জটও কমবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পিপি অ্যাডভোকেট
সুলতানুল আলম, অ্যাডভোকেট শওকত বেলাল, এপিপি অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট দীলিপ কুমার ধর, অ্যাডভোকেট তাপস রক্ষিত, অ্যাডভোকেট আবুল কাশেম-২, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট এ.কে ফজলুল হক চৌধুরী (এ.কে খান) অ্যাডভোকেট রফিক উদ্দিন, অ্যাডভোকেট রফিকুল আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় অংশ নেওয়া আইন কর্মকর্তা অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রের আইন কর্মকর্তাদের মতবিনিময় সভাটি খুবই ফলপ্রসূ হয়েছে। হৃদয়তাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সবার মতামতের ভিত্তিতে মামলাসমুহ দ্রুত নিষ্পত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের ১২তম পিপি হিসাবে অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা চলতি বছরের ৭ মে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি পদে দায়িত্ব পালন করেছেন। অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান পিপি’র দায়িত্ব নেওয়ার পর মামলা সমুহ দ্রুত নিষ্পত্তিতে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেন। যার ইতিবাচক প্রতিফলন কক্সবাজারের আদালত গুলোতে পরিলক্ষিত হচ্ছে বলে আইন কর্মকর্তারা মন্তব্য করেছেন।