মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের নুনিয়া ছড়ার বিশিষ্ট সমাজকর্মী, আহলে সুন্নাত ওয়াল জামাতের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চিশতি প্রকাশ নুরু কোম্পানি আর নেই। বুধবার (২৬ জুন) রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)।
এলাকার সর্বজনশ্রদ্ধেয় মুরব্বি, কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির নির্বাহী সদস্য নুরুল ইসলাম চিশতি প্রকাশ নুরু কোম্পানি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও কল্যানকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নুরুল ইসলাম চিশতি প্রকাশ নুরু কোম্পানির নামাজে জানাজা বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ২ টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়া ফিশারী ঘাট জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।