আবুল কালাম, চট্টগ্রাম
বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সিটি গেইট এলাকায় এক বাসে তল্লাশি চালিয়ে ১১ বছর আগে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় হাসান শরীফ (৪২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৪ জুন) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি হাসান শরীফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে।
তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা যায়, ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি সিটি গেইট এলাকায় একটি বাসে তল্লালি করা হয়।
এ সময় বাসে থাকা যাত্রী হাসান শরীফের গতিবিধি সন্দেহ হলে বাস থেকে নামিয়ে শরীর তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) সনক কান্তি দাস বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে একই বছরের ৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করলে ১৯ জুন অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।