চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। তবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে রিয়াজউদ্দিন মোহাম্মদীয়া প্লাজা নামে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন পার্শ্ববর্তী রেজোয়ান কমপ্লেক্সেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও লামার বাজারসহ মোট ৪টি স্টেশনের ৮টি ইউনিট কাজ করে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, বাজারের মোবাইল এক্সেসরিজের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। দোকানের উপরে আবাসিক ভবন। অগ্নিকাণ্ডে সেখানে বসবাসরত তিনজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।