শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় ডিঙ্গি নৌকা উল্টে এক জেলে নিখোঁজ হয়েছেন। তাঁর নাম মো: শাহজাহান (৩৫)। সে আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়া এলাকার মৃত মো. হোছাইনের পুত্র।
শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১ টায় আলী আকবর ডেইল ইউনিয়নের কাহার পাড়া সংলগ্ন সাগরে তিনি নিখোঁজ হন বলে নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিকদার।
তিনি বলেন, শনিবার সকালে শাহজাহানসহ তিনজন জেলে ডিঙ্গি নৌকা নিয়ে সাগরে বসানো বেহুন্দি জালে মাছ ধরা পড়ছে কিনা দেখতে যান। আধা ঘণ্টা পর নৌকাটি ঢেউয়ের কবলে পড়লে উল্টে গিয়ে নৌকা থাকা তিন জেলে সাগরে পড়ে যায়। বাকি দুই জেলে সাঁতরে নৌকায় উঠতে পারলেও মো: শাহজাহান পানিতে তলিয়ে যায় । এর পর থেকে তিনি নিখোঁজ।
এদিকে, স্থানীয়দের খবরে কুতুবদিয়ার ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে সাগর উত্তাল থাকায় অভিযান পরিচালনা করতে পারি নি বলে জানান স্টেশন অফিসার সোহেল আহম্মেদ।
এবিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) গোলাম কবির জানান, জেলে নিখোঁজের ঘটনাটি তিনি খবর পেয়েছেন। খোঁজখবর নেওয়ার জন্য ঘটনাস্থনে যাচ্ছেন বলে জানান তিনি।