রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে এসএসসি-দাখিলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যের হাসি ফাউন্ডেশন। শনিবার, ২৮ জুন সকাল ১০ টায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন।
সূর্যের হাসি ফাউন্ডেশনের সিইও নুরুল হক বুলবুলের সভাপতিত্বে ও মাস্টার জামাল হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, রামু থানার ওসি (তদন্ত) ইমন কান্তি চৌধুরী, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, কক্সবাজার সিটি কলেজেরে প্রভাষক জাহাঙ্গীর আলম, সূর্যের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তাফা কামাল।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন- কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-এ প্রাপ্ত তাবাচ্ছুম বিনতে সুলতান।
অনুষ্ঠানে রামু উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে চলতি সালে অনুষ্ঠিত এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারি ৬৩ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিবৃন্দ সংবর্ধিত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট বিতরণ ও ফুলেল শুভেচ্ছা জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।