হ্যাপী করিম, মহেশখালী:
আজ সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের অধীনে এইচএসসিতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজদি এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা প্রথমদিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মহেশখালীতে এবার ২০২৪ শিক্ষাবর্ষের এইচ এসসি ও সমমানের ৩টি কেন্দ্রে ৪টি ভেন্যু অংশ নিচ্ছে ১ হাজার ৪শ ৬২ জন পরীক্ষার্থী। এবছর পরীক্ষা কেন্দ্র ৩টি, ভেন্যু হচ্ছে ৪টি, এইচএসসি ২টি, আলিম ১টি, কারিগরী শিক্ষা ১টি। কেন্দ্রের মধ্যে মহেশখালী কলেজ থেকে ৫৮৬ জন, বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ থেকে ৪৭০ জন, হোয়ানক কলেজ থেকে ১৪০ জন, আলমগীর ফরিদ টেকনিকেল এন্ড বি.এম. কলেজ থেকে ৮৪ জন এবং আলিম পরীক্ষায় শাপলাপুর আলিম মাদ্রাসা, মাতারবাড়ী আলিম মাদ্রাসা, ধলঘাটা আলিম মাদ্রাসা, কালারমারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসা, পুটিবিলা ইসলামি ফাজিল মাদ্রাসা’সহ মোট ৫টি মাদ্রাসা থেকে ১৮৪ জন ছাত্র/ছাত্রী এতে সর্ব মোট ১৪৬২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এই পরীক্ষা হবে।
এ বছর এইচএসসি ও আলিম পরীক্ষা সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা নেওয়ার জন্য ইতিপূর্বে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে জনসাধারন প্রবেশে নিষিধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার সকল ফটোষ্ট্যাট মেশিন ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।
সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।