শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়ায় প্রতিনিধি:
বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে নিখোঁজ থাকা জেলে মোঃ শাহাজাহান (৩৫) এর মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুলাই) ভোরে দক্ষিণ ধুরুং আলি ফকির ডেইল বাতিঘর সংলগ্ন সাগরে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করেন।
গত শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১ টায় আলী আকবর ডেইল ইউনিয়নের কাহার পাড়া সংলগ্ন সাগরে নিখোঁজ হন শাহজাহান। তার বাড়ি আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়া এলাকায়।
আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার জানান, গত শনিবার সকালে শাহজাহানসহ তিনজন জেলে ডিঙ্গি নৌকা নিয়ে সাগরে বসানো বেহুন্দি জালে মাছ ধরা পড়ছে কিনা দেখতে যান। আধা ঘণ্টা পর নৌকাটি ঢেউয়ের কবলে পড়লে উল্টে গিয়ে নৌকা থাকা তিন জেলে সাগরে পড়ে যায়। পরে দুই জেলে নৌকাটিতে উঠতে পারলেও মো: শাহজাহান পানির স্রোতে সাগরে ভেসে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি।
দক্ষিণ ধূরুং ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন জানান,সোমবার ভোরে দক্ষিণ ধুরুং আলি ফকির ডেইল বাতিঘর সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির।