আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
ঈদগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু তালেব এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার (১ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সাক্ষাতকালে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আল নোমানের নেতৃত্বে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক নুরুল আমিন হেলালী, সাংগঠনিক সম্পাদক এইচএন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোছাইন।
এসময় উপজেলা চেয়ারম্যান আবু তালেব সাংবাদিক নেতৃবৃন্দের সাথে উপজেলার বিভিন্ন সমস্যা ও তা সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
তিনি উপজেলাকে এগিয়ে নিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক নেতৃবৃন্দও যে কোন সমস্যায় পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।