দেলওয়ার হোসাইন, পেকুয়ায়:
পেকুয়ায় বীর মুক্তিযোদ্ধা মৃদুল সেনের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
সোমবার (১ জুলাই) বিকেল ৩ টায় উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকায় নিজ পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
এর আগে, পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মানস্বরূপ গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিউগলে করুন সুর বেজে উঠে।
৭৫ বছর বয়সী রণাঙ্গনের বীর এ মুক্তিযোদ্ধা গত শনিবার গতস্থ রাত ১ টায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা মৃদুল সেনের মৃত্যুতে শোক জানিয়েছেন পেকুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস,সাধারণ সম্পাদক প্রনব কান্তি শীল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।