এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
২০০৩ সালের গেজেট অনুযায়ী কেউ দলিল লেখকের সনদ (লাইসেন্স) প্রাপ্তির জন্য আবেদন করলে তার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ হতে হবে।
জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানাযায়, দশ দলিল লেখক তাদের এসএসসি বা সমমানের কোনো সনদপত্র দেখাতে পারেননি। অথচ এতদিন ভুয়া সনদ দিয়ে দলিল সম্পাদন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে তাদের প্রয়োজনীয় সনদ না পেয়ে লাইসেন্স বাতিল করে।
জেলা রেজিস্ট্রার (ডিআর) মনিরুল ইসলাম গত মার্চ মাসে এসব দলিল লেখকদের ডকুমেন্টস চায়। কিন্তু দীর্ঘ ৪ মাস শিক্ষাগত যোগ্যতার কাগজ জমা না দেয়ায় বুধবার (২৬ জুন) নিম্নোক্ত দলিল লেখকের সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়ে বুধবার(৩জুলাই) বাতিল করে পরিপত্র জারি করে । তারা হলেন আমিনুর রহমান, আবদুল হামিদ, মুজিবুল হক, ফজলে উদ্দিন জোসেফ,বোরহান উদ্দিন শিমুল, মৌলানা জাকের উল্লাহ, মামুনুর রসিদ, জসিম উদ্দিন,শওকত উসমান,আহমদ আলী।
এই ব্যাপারে চকরিয়া সাবরেজিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন,শিক্ষাগত যোগ্যতার কাগজ জমা না দেয়ার কারণে চকরিয়ার ১০জন দলিল লেখকের সনদ বাতিল করেছে। আমরা অফিসে খুব দ্রুত নোটিশ ঝুলিয়ে দেবো। তারা কাগজপত্র নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করলে সনদ ফিরিয়ে পেতে পারে। অথবা নতুন করে তাদের সনদ নিতে হবে।
চকরিয়া দলিল লেখক সমিতির সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফ বলেন, আমরা ঘটনায় মর্মাহত,আপাতত ভালো খারাপ মন্তব্য করবো না।