দেলওয়ার হোসাইন, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার ( ৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় পেকুয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেহেরনামা পশ্চিম নন্দিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা পড়ুয়া ছাত্র মিফতাহুল ইসলাম (মাফি) (১২) ওই এলাকার সাবেক সেনা সদস্য সার্জেন্ট লিয়াকত আলীর ছোট ছেলে। সে মেহেরনামা ইসলামিয়া মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
নিহতের চাচাত ভাই শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাফি বাড়ির সামনে পুকুরে মাছ ধরতে জাল ফেলে পুকুরে ডুব দেয়,বেশ কিছুক্ষণ পুকুরে ডুবে থাকায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। সে ডুব থেকে উঠে না আসলে স্বজনরা পুকুরে নেমে তাকে উদ্ধার করে। পরে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান, ১২ বছর বয়সী এক কিশোরের নিথর দেহ স্বজনরা হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পানি ডুবে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।